ডিজিটাল ডেস্ক: বড়োসড়ো ভেজাল চক্রের খবর পাওয়া গেল হাওড়া ডোমজুড় অঞ্চলে। কার্যত শোনা যাচ্ছে, ভেজাল আটা চক্র রমরমিয়ে চলছে ডোমজুড় এলাকায়। ঘটনার সূত্রপাত কোথা থেকে তার খোঁজ করতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, একশ্রেণীর খরিদ্দার রেশন দোকান থেকে গরিবদের জন্য বরাদ্দ আটা তুলে নিয়ে তা আটাকলে বিক্রি করে দিচ্ছে। তারপর সেই আটা মালিকরা অন্য আটার সঙ্গে ভেজাল আটা মিশিয়ে চড়া দামে খোলাবাজারে বিক্রি করছে। এই ঘটনা সামনে আসতেই বাড়ছে ক্ষোভ। সম্প্রতি ডোমজুড় থানার পুলিশ অভিযোগ পেয়ে এলাকার একটি আটাকলে হানা দেয় এবং জানা যায় অভিযোগ সর্বৈব সত্য।জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিকও জানিয়েছেন, এভাবে সরকারের দেওয়া আটা খোলাবাজারে বিক্রি বেআইনি। অভিযোগ পেলে পুলিশ অভিযান চালায় বলেও তিনি জানান। আপাতত এই ভেজাল আটা চক্র বন্ধের জন্য সরকারের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার।
আরও পড়ুন : বাতাসের গুণমান খারাপ, বায়ুদূষণে দিল্লি-কলকাতাকে টেক্কা এই শহরের