ডিজিটাল ডেস্ক : অশনি ইতিমধ্যে তার শক্তি অনেকখানি বাড়িয়ে নিয়েছে। ক্রমশ এগিয়ে আসছে উপকূলবর্তী অঞ্চলের দিকে। জানা গিয়েছে, অশনি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ সকাল আটটা নাগাদ অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার এবং পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে ছিল অশনি। অশনির গতিবেগ এই মুহূর্তে ঘন্টায় ২৫ কিলোমিটার। আগামীকাল রাত পর্যন্ত অশনি ক্রমাগত উত্তর-পশ্চিম দিক ধরে এগোতে থাকবে। বাংলাতে অশনির খুব একটা প্রভাব পড়বে না বলে দাবী করা হলেও সোমবার সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আবহাওয়া দপ্তর সূত্রে মনে করা হচ্ছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কলকাতাসহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। অন্যদিকে অশনির কারণে সমুদ্র হয়ে উঠেছে উত্তাল। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অশনি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
আরও পড়ুন : বিধায়ক তহবিলের টাকা ব্যক্তিগত স্বার্থে খরচের অভিযোগ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে