উত্তরবঙ্গ ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নন্দীগ্রামে হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার রাত থেকে চোপড়ায় প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর চোপড়াতে মিছিল বের করলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। দলীয় প্রার্থী হামিদুল রহমান সহ ব্লক স্তরের নেতৃত্বের অনেকেই মিছিলে অংশ নেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি চলবে।
অন্যদিকে, বুধবার রাতে প্রথমে কালাগছ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তারপর সদর এলাকায় রাতে মিছিল বের করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। রাতের বিক্ষোভ কর্মসূচির জোরে সাময়িক ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। রাতে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ গিয়ে জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক করেন।
এদিন গতকালের নন্দীগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠিত হয়। শহরে জেলা তৃণমূল কার্যালয় থেকে আলিপুরদুয়ার চৌপতি পর্যন্ত র্যালি হয়। এরপর চৌপথিতে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু কর, আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়, বিদায় বিধায়ক সৌরভ চক্রবর্তী প্রমুখ।

এদিকে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় কান্ডারণ পীর মাজারে চাদর চড়িয়ে দোয়া মোনাজাত করলেন চাঁচল-২ ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করতে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সামসী কান্ডারণ শাহানুর পীর মাজারে চাদর চড়ালেন মালতীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী ও ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল-২ ব্লক সহ সভাপতি রায়হানুল হক, আদিত্য নারায়ণ দাস, ভাকরি অঞ্চল সভাপতি মহবুবুল হক, মালতীপুর অঞ্চল সভাপতি পলাশ হক, প্রকাশ মন্ডল আরও অনেকে। পীর মাজারে চাদর চড়িয়ে দোয়া মোনাজাতের পর প্রাক্তন বিধায়ক তথা মালতীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুর রহিম বক্সী জানান, মুখ্যমন্ত্রীর ওপর আক্রমনের ঘটনায় বিজেপি দায়ী। এটা কাপুরুষদের কাজ। বিজেপি এখন দেউলিয়া হয়ে গিয়েছে। এরকম বর্বর ও হিংসাত্মক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের ধিক্কার জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। নইলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

এদিন পাশাপাশি একই অভিযোগ তুলে কোচবিহারে আন্দোলন নামল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের জেলা ও শহর ব্লক কমিটির তরফে বৃহস্পতিবার সাগরদিঘি চত্বরের গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করা হয়। সংগঠনের নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ তুলে সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তাঁরা। পাশাপাশি সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদের মেটেলি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজারে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভের পাশাপাশি ৩১নং জাতীয় সড়ক অবরোধও করা হয়। বুধবার উদ্দেশ্য প্রনোদিত ভাবে নন্দীগ্রামে তৃণমূলনেত্রীর উপর হামালা করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ওই বিক্ষোভ দেখানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিজেপিকে দোষারোপ করে সঠিক তদন্তের দাবি জানান তাঁরা। বিক্ষোভে সামিল হন তৃণমূল কিষান ক্ষেত মজদুরের মেটেলি ব্লক সভাপতি সোনা সরকার, যুব তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হালিম, পঞ্চায়েত সমিতির সদস্যা সাইরা বানু সহ অন্যান্য নেতৃবৃন্দ্ব।

নন্দীগ্রামে প্রার্থী হয়ে মনোনয়ন করার পর একটি মন্দিরে পুজো দিয়ে বের হওয়ার মুহূর্তে আক্রান্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ে, ঘাড়ে ও মাথায় আঘাত লাগে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পূর্ব পরিকল্পিত ভাবেই এই আঘাত হানা হয়েছে মুখ্যমন্ত্রীর উপরে। তারপর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্বরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পাশাপাশি বিকেল তিনটে নাগাদ বৈষ্ণবনগর তৃণমূল নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল ও পথসভা করে মুখ্যমন্ত্রীকে আঘাত হানার প্রতিবাদ জানানো হয়। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি তোলেন তৃণমূল নেতৃত্ব। এদিন কালিয়াচককে এই কর্মসূচির নেতৃত্ব দেন ব্লক সভাপতি রাহুল বিশ্বাস, কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান ব্লক কমিটির সদস্য আবদুর রহমান প্রমূখ। অপরদিকে বৈষ্ণবনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা নেতৃত্ব দেন, ব্লক তৃণমূলের সহ-সভাপতি শরিয়াতুল ইসলাম, চরি অনন্তপুর অঞ্চল সভাপতি মতিউর রহমান, বীরনগর ২ অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি জিয়াউল হক সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরোগ্য কামনায় তাঁর ছবি নিয়ে গাজোলের ভেতর বাজার এলাকায় আদি শ্যামাকালী মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মন ও তৃণমূলের ব্লক সভাপতি মানিক প্রসাদ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। পাশাপাশি শিব মন্দিরেও পুজো দেন তাঁরা। পরে তাঁরা কালী মন্দিরে পুজো দেওয়ার পর গাজোলের জামে মসজিদে গিয়ে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনার জেরে কর্মী সমর্থকরা গাজোল ব্লক দপ্তরের সামনে পথ অবরোধ করে প্রতীকী বিক্ষোভ পালন করে। এরফলে ৫১২ নম্বর জাতীয় সড়কে কয়েক মিনিট যান চলাচল বন্ধ ছিল। উপস্থিত ছিলেন গাজোল ব্লক কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, সাধারণ সম্পাদক গৌড় চক্রবর্তী, তৃণমূলের প্রার্থী বাসন্তী বর্মন, আইএনটিটিইউসি ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ, এসসি-এসটি-ওবিসি সেলের ব্লক সভাপতি জ্যোতিষ মণ্ডল সহ অন্যান্য কর্মীরা।