ডিজিটাল ডেস্ক: যত সময় যাচ্ছে, ততই শ্রদ্ধা ওয়ালকার হত্যার ঘটনায় (Shraddha Walker Murder Case) একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কার্যত শ্রদ্ধা ওয়ালকারের হত্যার বীভৎসতা চমকে দিয়েছে সারা দেশকে। ইতিমধ্যে শ্রদ্ধা ওয়ালকারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তাঁর লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা। নিজের অপরাধ সে স্বীকারও করেছে বলে জানা গিয়েছে। আরও তথ্য জানার জন্য আফতাবের আজ নারকো টেস্ট হতে চলেছে। কড়া নিরাপত্তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দিল্লির ডাক্তার বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে এই টেস্ট হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে আফতাব রয়েছে তিহার জেলে। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিছুদিন আগেই পলিগ্রাফ টেস্ট শেষ করে পুলিশ ভ্যানে থাকাকালীন আফতাবের ওপর হামলা হয়। তাই এবার আর পুলিশ কোন রকম ঝুঁকি নিতে রাজি নয়।
অন্যদিকে শ্রদ্ধা হত্যার তদন্তকারী অফিসারদের মতে, অভিযুক্ত আফতাব অত্যন্ত চালাক। যে কোন মুহূর্তে সে এই তদন্তের মোড় ঘোরাতে সক্ষম। পাশাপাশি বলা হচ্ছে, বর্তমানে পুলিশের সমস্ত কথা শুনে চলছে সে। এমনকি পলিগ্রাফ এবং নারকো টেস্টের জন্য এক কথায় সে রাজি হয়ে গিয়েছে। তাঁর এই ভালো ব্যবহার সন্দেহ জাগাচ্ছে। আফতাবের নারকো টেস্টে নতুন কোন তথ্য সামনে আসে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন: Vijay Deverakonda | ইডির নজরে এবার লাইগার, জিজ্ঞাসাবাদের মুখোমুখি বিজয় দেবেরাকোন্ডা