বেলাকোবা: রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জ এলাকা জুড়ে ২৯ মে থেকে ৫০টির বেশি একটি বুনো হাতির পাল রেঞ্জের গৌরীকোন বন দপ্তরের টাকিমারি চর মেচপাড়া লোকালয় এলাকায় হানা দিচ্ছিল। হাতি তাড়াতে বনকর্মীদের রাতের ঘুম উঠে গিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার ভোরে হাতির পালটিকে কাঠামবাড়ি হয়ে গরুমারা ফরেস্টে পাঠাতে সক্ষম হলেন বনকর্মীরা। জানা গিয়েছে, হাতির পালকে তাড়াতে পাঁচটি গাড়ি সহ ট্র্যাক্টর নিয়ে কুড়িদিন ধরে বনকর্মীরা অভিযান চালিয়েছেন। দিনরাত জঙ্গলে থেকে সেখানেই রান্না করে খেয়ে আবার চালাতে হয়েছে অভিযান। অবশেষে হাতির পালটিকে তাড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বনকর্মী এবং এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ সংবাদের প্রথম সংস্করণ আজও যত্নে রেখেছেন নৃপেন্দ্রনাথ