আলিপুরদুয়ার: প্রায় ৫০ বছর ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকার পর কিছুটা হলেও পুরোনো চেহারায় ফিরেছে বক্সা ফোর্ট (Buxa Fort)। এই ফোর্টের ১০০ বছর আগের পুরোনো রূপ ফিরে পেতে কাজ শুরু করেছে রাজ্য সরকার। প্রথম ধাপে কাজ শেষ হয়েছে, দ্বিতীয় ধাপের কাজও প্রায় শুরু হওয়ার মুখে। আবার ফোর্টের সংস্কারে তৃতীয় ধাপে আরও কিছু কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই খবর জেলা প্রশাসন সূত্রে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে সেই নিয়ে শুরু হয়েছে আলোচনাও।
বর্তমানে ফোর্ট পূর্ত দপ্তরের দায়িত্বে রয়েছে। ওই দপ্তর থেকে সংস্কারের কাজ করানো হচ্ছে। তৃতীয় ধাপের কাজের বিষয়ে পূর্ত দপ্তরের ( নির্মাণ) ইঞ্জিনিয়ার কেশব বড়ুয়ার বক্তব্য, ‘দ্বিতীয় ধাপের সংস্কারের কাজের পরও আরও বেশ কিছু কাজ বাকি থাকবে। সেজন্য আরেক ধাপে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে আলোচনা হচ্ছে, তবে সেটা নিশ্চিত হয়নি। তৃতীয় ধাপে কাজ হলে ফোর্টের কিছু এলাকা আগের অবস্থায় ফেরানো এবং সীমানা প্রাচীর দেওয়া হবে।‘
প্রায় ২৭০০ ফুট উঁচুতে থাকা এই ফোর্ট জেলার অন্যতম ঐতিহাসিক জায়গা। যেখানে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। ভুটানরাজ থেকে ব্রিটিশরাজ, স্বাধীন ভারত, তিব্বতিদের শরণার্থী শিবির এমন অনেক ইতিহাসের সাক্ষী ওই বক্সা ফোর্ট।
১৮৬৫ সালে এই ফোর্ট ব্রিটিশদের দখলে এসেছিল। এমন ইতিহাস জড়িয়ে থাকা ওই জায়গাকে আবার যতটা পারা যায় পুরোনো রূপে ফেরানোর চেষ্টা করছে প্রশাসন। এজন্য নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের পরামর্শও।
ফোর্ট সংস্কারের জন্য প্রথম ধাপে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সেই টাকা দিয়ে ফোর্টের প্রথম দিকের অফিস, বন্দি শিবির, সৈন্য ব্যারাক সংস্কার করা হয়েছে। এছাড়াও পুরোনো তিনটি রাস্তা ও নিকাশি ব্যবস্থাও আগের রূপে ফেরানো গিয়েছে। বিগত বছর জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম ধাপের কাজের উদ্বোধন এবং দ্বিতীয় ধাপের কাজের শিলান্যাস করেছিলেন। দ্বিতীয় ধাপের কাজের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই ধাপে যেমন সংস্কারের কাজ হবে, তেমনই ফোর্টের সামনে একটি ঘরও তৈরি হবে, যেখান থেকে পর্যটকরা বিভিন্ন তথ্য পাবেন এবং তৈরি হবে শৌচাগারও।
বর্তমানে ফোর্টের ২ বর্গকিমি সীমানা পর্যটকরা ঘুরে দেখতে পারেন। তবে আদতে বক্সা ফোর্টের সীমানা আরও অনেক বেশি বড় এবং এটি একটি রহস্য বলেই মত আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক শৈলেন দেবনাথের। তাঁর কথায়, বিভিন্ন সময়ে ফোর্ট বিভিন্ন হাতে গিয়েছে। ফোর্টের একটা বড় অংশ জঙ্গলের ভিতরে থাকার সম্ভাবনা রয়েছে। বক্সা ফোর্টের কিছু সীমানাও যদি ফেন্সিং দিয়ে চিহ্নিত করা সম্ভব হয়, সেটাও অনেক বড় কাজ হবে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : বীরপাড়ায় রেলের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ