ডিজিটাল ডেস্কঃ অন্যান্য রাজ্যের পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে উত্তর-পূর্বের মণিপুর রাজ্যে। সম্প্রতি মণিপুরে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর তারপরেই দলীয় অশান্তি চরমে উঠেছে। প্রার্থী তালিকা প্রকাশ হবার পরেই দেখা যাচ্ছে, দলে দলে বিজেপি ছেড়ে কংগ্রেসে চলে যাচ্ছেন বিজেপি নেতারা। মূলত যেসব বিজেপি নেতারা এবারের বিধানসভা নির্বাচনে টিকিট পাননি, তাঁরাই দল ছেড়ে চলে যাচ্ছেন। সম্প্রতি মোইরাং বিধানসভা কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক পি শরৎচন্দ্র সিং তাঁর অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। একইসাথে সেকমাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী নিংথৌজাম বীরেন এবং নিংথৌজাম জয়কুমার সিং যোগ দিয়েছেন কংগ্রেসে। আরও অনেকেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি প্রদেশ কংগ্রেসের। সোমবার বিজেপির তরফ থেকে মণিপুরের ষাটটি বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা হয়। আর সেখানেই দেখা যাচ্ছে, একসময় যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাঁরাই টিকিট পেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে যার ফলে শুরু হয়ে গেছে আদি বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। এই অবস্থায় পরিস্থিতি কিভাবে সামাল দেয় বিজেপি, সেদিকে নজর থাকছে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে কংগ্রেসের বড় সিদ্ধান্ত