জয়পুর: ১৬ বছরের আদিবাসী কিশোরীকে গণধর্ষণ করে খুন! মৃত্যুর পরেও মিলল না রেহাই। মৃতদেহের ওপরও চলল পাশবিক নির্যাতন! রাজস্থানের বুন্দির ঘটনা। এই ঘটনা সামনে আসতেই শিউরে উঠছেন সকলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। মাঠে ছাগল চড়াতে গিয়েছিল সে। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। পরে একটি জঙ্গলে তার নগ্ন নিথর দেহ মেলে। তার গলা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতেই শিউরে ওঠেন পুলিশ আধিকারিকরা। রিপোর্ট থেকে জানা যায়, কিশোরীর যৌনাঙ্গে ৩০টিরও বেশি আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের পর ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে কিশোরীর নিথর দেহকেও ধর্ষণ করে অভিযুক্তরা।
বুন্দির পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জয় যাদব বলেন, ‘এমন ঘৃণ্য কাণ্ড আমি জীবনে দেখিনি।’ বুন্দি বার অ্য়াসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন, তাঁরা কেউই অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন না।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial