নিউজ ব্যুরো : দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। এখনও তারা নিশ্চিত করে বলতে পারল না, সুশান্তের মৃত্যুর কারণ কী। তিনি আত্মহত্যাই করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছিল। প্রয়াত বলিউড তারকার মৃত্যু সম্পর্কে এবার মুখ খুলুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার এমনই আর্জি জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় সুশান্তের মৃতদেহ পাওয়া যায় তাঁরই ফ্ল্যাটে। এরপর থেকেই দানা বেঁধেছে বিতর্ক। মুম্বই পুলিশ প্রাথমিক ভাবে আত্মহত্যার কথা বললেও পরে ক্রমশ ঘনীভূত হয়েছে রহস্য। আজও তার পুরোপুরি সমাধান হয়নি। ফের সেই প্রসঙ্গই উঠে এল অনিলের মন্তব্যে। তাঁর কথায়, পাঁচ মাস হয়ে গিয়েছে সিবিআই তদন্ত করছে বিষয়টি নিয়ে কিন্তু আজও জানাতে পারল না সুশান্ত সিং রাজপুতের মৃত্যু খুন না আত্মহত্যা। অনুরোধ, এবার তাড়াতাড়ি তদন্তের ফল প্রকাশ করুক সিবিআই। যদিও সুশান্তের মৃত্যুতে আত্মহত্যার তত্ত্বই এখনও পর্যন্ত জোরালো। তাঁর অটোপ্সির রিপোর্ট খতিয়ে দেখে এইমসের ফরেনসিক বিশেষজ্ঞরা সিবিআইকে তেমনই রিপোর্ট জমা দিয়েছেন বলে জল্পনা। দাবি, ওই বিশেষজ্ঞরা খুনের সপক্ষে কোনও প্রমাণ পাননি। কিন্তু সেই রিপোর্ট জমা দেওয়ার পরও সিবিআই তাদের তরফে কোনও ঘোষণা করেনি। অপেক্ষা ক্রমশ দীর্ঘ হয়েছে তাঁর অনুরাগীদের।