নয়াদিল্লি: গোয়ার পর এবার মনিপুর। দেশের দ্বিতীয় করোনা মুক্ত রাজ্য। ওই রাজ্যে দুই করোনা আক্রান্তের সুস্থ হওয়ার পর রবিবার রাতে একথা জানালেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। রবিবার গোয়ার তরফ থেকে জানানো হয়েছিল, রাজ্যের শেষের সাতজন করোনা আক্রান্ত বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং নতুন করে আক্রান্তের কোনও খবর নেই। মনিপুরের মুখ্যমন্ত্রী বলেন, ‘নিজের রাজ্যকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করতে গিয়ে আমি খুবই খুশি। আমরা করোনা আক্রান্ত রোগীদের সঠিক ভাবে রোগ নির্মূল করতে পেরেছি। বর্তমানে নতুন করে করোনা আক্রান্তের কোনও খবর নেই। রাজ্যের সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে।’
I am glad to share that Manipur is now Corona free.Both patients hv fully recovered and have tested negative.There are no fresh cases of the virus in the state.This has been possible because of cooperation of public &medical staff and strict enforcement of lockdown @PMOIndia
— N.Biren Singh (@NBirenSingh) April 19, 2020
উত্তর-পূর্বের এই রাজ্যে দু’জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে মনিপুরের দ্বিতীয় করোনা আক্রান্ত বর্তমানে সুস্থ হয়ে ফিরেছেন। ইম্ফলের একটি হাসপাতালে গত ২ এপ্রিল দ্বিতীয় করোনা আক্রান্ত ভর্তি হন। ২৪ মার্চে সর্বপ্রথম মনিপুরে করোনা আক্রান্তের হদিস মেলে। ১২ তারিখের পর তাকে ছাড়া হয়েছে এবং ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকার পর বর্তমানে পুরোপুরি সুস্থ।