নয়াদিল্লি: গুজরাট দাঙ্গার পটভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে নির্মিত বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে দেশজুড়ে চর্চা চলছে। এই তথ্যচিত্রকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় চত্বরে এই তথ্যচিত্রের প্রদর্শন ঘিরে চাপানউতোর চলছে। এমন পরিস্থিতিতে বিনা অনুমতিতে ক্যাম্পাসে কোনও ধরনের চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করেছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বামপন্থী স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-র ছাত্ররা জানিয়েছেন, তাঁরা বুধবার সন্ধ্যা ৬টায় জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ ডকুমেন্টারি প্রদর্শন করবেন। দিল্লি পুলিশ জানিয়েছে, স্ক্রিনিংয়ের আগে ক্যাম্পাসের বাইরে তাণ্ডব চালানোর অভিযোগে চার ছাত্রকে আটক করা হয়েছে। জামিয়া প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে কোনও চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ