কলকাতা: কলকাতার(Kolkata) পর এবার হুক্কা বার বন্ধ করতে চাইছে বিধাননগর পুরনিগমও। জনস্বাস্থ্য, বিশেষ করে যুবকদের শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলে হুক্কা। সে কথা মাথায় রেখে কলকাতায় হুক্কা বার বন্ধের নির্দেশ জারি হয়েছে। শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) শহরে হুক্কা বার পরিচালনা করে এমন রেস্তোরাঁগুলির লাইসেন্স বাতিল করবে।’ তার পরপরই জানা গেল, কলকাতার পর এবার বিধাননগর পুরনিগমও হুক্কা বার বন্ধ করতে চাইছে। বিএমসি চেয়ারম্যান সব্যসাচী দত্ত হুক্কা পার্লার বন্ধ করার জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন বলে খবর।
আরও পড়ুনঃ Mamata Banerjee | জি-২০ লোগোতে কেন পদ্মফুল? প্রশ্ন মমতার