কলকাতা: বিদিশা দে মজুমদারের মৃত্যুর পর আরও এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার ভোরে পাটুলিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মঞ্জুষা নিয়োগী (Manjusha Niyogi)। তিনি প্রয়াত মডেল-অভিনেত্রী বিদিশার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। এদিন সকালে অভিনেত্রীর শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।
পরিবারের দাবি, বিদিশার মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন মঞ্জুষা। তিন-চার দিন আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশুট করেছেন তিনি। সেদিন তাঁর স্বামী তাঁকে নিতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তাঁর জামাইকে বলেন, কিছুদিন মেয়েকে বাপেরবাড়িতে রেখে যেতে। এরই মধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান মঞ্জুষা। তারপর থেকেই অবসাদে ভুগতে থাকেন। মঞ্জুষার মায়ের দাবি, পল্লবী দের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। তিনি টলিউডে কাজ করছেন বহুদিন ধরেই। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিন পরই মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।