উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের দ্বিতীয় সেনা সর্বাধিনায়ক নায়ক হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান(Anil Chauhan)। বিপিন রাওয়াতের মৃত্যুর ন’মাস পর নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ(সিডিএস) পেল দেশ। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ওই পদে তাঁর নাম ঘোষণা করা হয়।
গত বছর গোর্খা রেজিমেন্টের এই শীর্ষ সেনা অফিসার অবসর নেন। জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে সেনাপ্রধান থাকাকালীন উপ সেনাপ্রধান পদ সামলেছেন অনিল চৌহান। এছাড়াও মিলিটারি অপারেশনের ডিরেক্টর পদেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে মিলিটারি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন তিনি।
আরও পড়ুনঃ পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ডিএ বাড়ল ৪ শতাংশ