নিউজ ব্যুরো: মঙ্গলবার জোকার ইএসআই হাসপাতালে মেডিকেল টেস্টের পর পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ফের জেরা করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। ইডি সূত্রের খবর, এদিন টেস্টের পর পার্থ ও অর্পিতাকে সিজিও কমপ্লেক্সে এনে জেরা করা হবে। বিপুল টাকার রহস্য কী, সেই বিষয়ে এদিন দুজনের কাছে ফের জানতে চাইতে পারেন ইডির আধিকারিকরা।
অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। সেই টাকার উৎস কী, কোথা থেকে এল ওই বিপুল টাকা, পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে ইডি। মঙ্গলবার মেডিকেল টেস্টের জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে অর্পিতা বলেন, ‘আমার অনুপস্থিতিতে ফ্ল্যাটে টাকা ঢোকানো হয়েছে।’
আরও পড়ুন : জোকার ইএসআই হাসপাতালে পৌঁছে গেলেন পার্থ-অর্পিতা, আজ ফের মেডিকেল টেস্ট