কলকাতা: টানা তিন ঘণ্টা সিবিআইয়ের জেরার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তর থেকে বের হলেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ সিবিআই দপ্তরে ঢুকেছিলেন পরেশ। সিবিআইয়ের আধিকারিকরা তাঁকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। রাত সাড়ে ১০টা নাগাদ সেখান থেকে বের হন মন্ত্রী।
গত মঙ্গলবার মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি নিয়ে পরেশ অধিকারীকে সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। কিন্তু পরেশ তখন ছিলেন মেখলিগঞ্জে তাঁর নিজের বাড়িতে। সেখান থেকে তড়িঘড়ি মেয়েকে নিয়ে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হন পরেশ। কিন্তু শিয়ালদা স্টেশনে নামতে দেখা যায়নি তাঁকে। এরপর রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। দিনভর চর্চা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার শিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে। যদিও পরে জানা যায়, বর্ধমান স্টেশনে নেমে পড়েছিলেন পরেশ অধিকারী। কিন্তু তারপর সেখান থেকে তিনি কোথায় গিয়েছেন, তা আর জানা যায়নি। এদিন আদালত ফের তাঁকে দুপুর তিনটের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনটের ডেডলাইন পার হতেই সিবিআই পরেশের নামে এফআইআর দায়ের করে। এতেই চাপে পড়ে যান মন্ত্রী। মন্ত্রীর আইনজীবী আদালতে জানান, উত্তরবঙ্গ থেকে বিমানে আসছেন মন্ত্রী। সন্ধ্যা ছ’টার মধ্যে তিনি সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেবেন। এরপরই পরেশ অধিকারীকে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমান ধরতে দেখা যায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বের হন পরেশ। এরপর কনভয় নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী।