ডিজিটাল ডেস্ক : গতকাল এশিয়ান কাপ(Asian Cup) কোয়ালিফায়ার ম্যাচ জিতে গিয়েছে ভারত। আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তাঁরা। যথারীতি আফগানিস্তানের ম্যাচ জেতার পর এবার সুনীল ছেত্রীদের লক্ষ্য হচ্ছে হংকংকে হারানো। কার্যত ভারত-আফগানিস্তান ম্যাচে যুবভারতীতে প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে. হংকং এর বিরুদ্ধে ভারতের তরফ থেকে এই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি চাইছেন সুনীল ছেত্রী। প্রসঙ্গত সুনীল ছেত্রী সম্পন্ন করলেন রবিবার আন্তর্জাতিক ফুটবলের ১৭ বছর। আফগানিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই খুশি ভারতীয় ফুটবল দল। আপাতত জয়ের এই ধারাবাহিকতায় হংকং ম্যাচে বজায় থাকে কিনা সেদিকে নজর থাকছে ক্রীড়া বিশেষজ্ঞদের। তবে মনে করা হচ্ছে, ঘরের মাঠে ফুটবলের একটা সুবিধা তো পাবেই ভারতীয় দল।
আরও পড়ুন : যুবভারতীতে এসে মারধরের শিকার আফগান সমর্থকরা