বিন্নাগুড়ি: ১০০ দিনের কাজ করেও মজুরির তালিকায় প্রত্যেকের নাম ওঠেনি। সেকথা কোনওভাবে জানতে পেরে এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধান ও গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষকে ঘিরে প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাল এলাকার প্রায় ১৫০ জন মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি (Binnaguri) গ্রাম পঞ্চায়েতে।
বিক্ষোভকারী মহিলারা জানান, কিছুদিন আগে এলাকায় একশো দিনের কাজ হয় সেখানে ১৭০ জন কাজ করলেও এদিন জানতে পারি ৫০ জনকে টাকা দিবে। এই জন্য বিন্নাগুড়ির স্টেশন পাড়া, ডিএস কলোনি ও নেতাজি পাড়ার বাসিন্দারা প্রথমে এলাকার পঞ্চায়েত সদস্য অরুণ রাম কাছে জানতে চাই। পঞ্চায়েত সদস্য কোনও উত্তর দিতে না পারায় তাকে সঙ্গে নিয়েই আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এগজিকিউটিভকে ঘিরে বিক্ষোভে শামিল হই। এই নিয়ে দুপুর থেকে গ্রাম পঞ্চায়েত অফিসে হুলুস্থুল বাধে। শেষমেশ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের এবিষয়ে লিখিত অভিযোগ করতে বলেন, সমস্যা সমাধানে বানারহাট ব্লক অফিসে লিখিত আবেদন জানাবেন। যদিও বিক্ষোভকারীদের দাবি, কাজের টাকা সবার না মিললে বাসিন্দারা একত্রিত হয়ে বড়সড়ো আন্দোলনে নামবে।
আরও পড়ুন : চা বাগান থেকে উদ্ধার ১২ ফুটের অজগর