উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্তের হদিস মিলল দিল্লিতে। বুধবার আফ্রিকার এক নাগরিকের দেহে মাঙ্কিপক্স সংক্রমণের খোঁজ পাওয়া যায়। এই নিয়ে তিনদিনে মোট তিনজনের দেহে মাঙ্কিপক্সের হদিস মিলল। জানা গিয়েছে, আক্রান্ত মহিলা আফ্রিকার নাইজিরিয়ার বাসিন্দা। ওই মহিলার দেহে ফোসকা, জ্বর সহ মাঙ্কিপক্সের নানা উপসর্গ রয়েছে। তিনি বর্তমানে দিল্লি সরকারের এলএনজেপি হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত, এই নিয়ে মোট ৯ জন মাঙ্কিপক্স সংক্রমিতের সন্ধান মিলেছে দেশে। আক্রান্তদের মধ্যে পাঁচজন কেরলের। আর চারজন দিল্লির।
আরও পড়ুন : দিল্লিতে ফের মাঙ্কিপক্স আক্রান্তের হদিস