নয়াদিল্লি: অগ্নিপথ প্রকল্প (Agnipath project)এবং অগ্নিবীরদের নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন চলছে। বিহার সরকার ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে। জানা গিয়েছে, কেন্দ্র হোয়াটসঅ্যাপ ফ্যাক্ট-চেকিংয়ের জন্য একটি নম্বর 8799711259 জারি করেছে। সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো এবং হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জড়িতদের খোঁজ চলছে।
প্রসঙ্গত, এদিন অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ভারত বনধের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন।
আরও পড়ুন : দলত্যাগ বিরোধী আইনে বদল আনতে উদ্যোগী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা