উত্তরবঙ্গ ব্যুরো: পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীন জলপাইগুড়ি জেলা কৃষি বিজ্ঞানকেন্দ্রে একদিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হল। মঙ্গলবার অনুষ্ঠানের সূচনা করেন জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়। জলপাইগুড়ি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মূলত প্রাকৃতিক উপায়ে কৃষির ওপর জোর দিয়ে এবং দূষণমুক্ত পরিবেশবান্ধব চাষে আগ্রহ বাড়াতে কৃষি মেলার আয়োজন করা হয়েছে। এদিন সাংসদ জয়ন্ত রায় জানান, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রে দিনটি উদযাপন করা হচ্ছে।
অন্যদিকে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন মালদা জেলা কৃষি মেলা অনুষ্ঠিত হল। এদিন রতুয়ায় কৃষি বিজ্ঞানকেন্দ্রে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ জন কৃষক অংশগ্রহণ করেন। এদিকে, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞানকেন্দ্রে এক দিবসীয় কৃষিমেলা অনুষ্ঠিত হল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো কৃষক এতে অংশ নেন।
আরও পড়ুন : জল্পেশে মাটি খুঁড়তেই মিলল প্রাচীন শিবলিঙ্গ