কালচিনি : আলিপুরদুয়ার জেলার দুর্গম এলাকা বক্সা পাহাড়ের বাসিন্দাদের কৃষি কাজে উৎসাহ দিতে কৃষি দপ্তরের তরফে লাগাতার প্রচেষ্টা চালান হচ্ছে। সেখানকার বাসিন্দারা যাতে কৃষি উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর হতে পারেন তার জন্য সেখানে বিশেষ দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে কৃষি কাজ নিয়ে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। শুক্রবার দুয়ারে সরকার কর্মসূচির বিশেষ শিবিরে যোগ দেন অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্ৰিকালচার পার্থ সেনগুপ্ত।
তিনি কৃষকদের সমস্যার কথা জানতে চান। কৃষকদের উৎসাহিত করতে কৃষকদের হাতে তিনি শুভেচ্ছা পত্র তুলে দেন। বক্সা পাহাড়ের সন্তালাবাড়িতে অনুষ্ঠিত এদিনের কর্মসূচিতে দূর্গম লেপচাখা, চুনাভাটি, আদমা, ২২ মাইল সহ পাহাড়ের একাধিক বনবস্তির প্রায় ৭০ জন কৃষক এদিনের কর্মসূচিতে অংশ গ্ৰহন করেন। কৃষি দপ্তরের তরফে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পত্র বিতরন করা হয়।