চালসা: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে মেটেলি (Mateli) ব্লকের বিভিন্ন এলাকা। বুধবার সকাল থেকেই জনবহুল চালসা গোলাই এ নাকা চেকিং করে মেটেলি থানার পুলিশ। এদিন ছোট বড় গাড়ি দাড় করিয়ে কড়া তল্লাশি করা হয়। গাড়ির ডিকি খুলে দেখা হয়। গতকাল রাত থেকেই মেটেলি থানার পুলিশ চালসা সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং করে। আজও চালসা সহ বিভিন্ন জনবহুল এলাকায় পুলিশের তরফে হয় নাকা চেকিং। প্রজাতন্ত্র দিবসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই ওই কড়া নজরদারি বলে পুলিশ সূত্রে খবর।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে ফলের বাজারে আগুন, হাত পুড়ছে সাধারণ মানুষের