নয়াদিল্লি: ২০০৮ সালের আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় রায়দান আদালতের। দোষী সাব্যস্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনেরই ফাঁসির সাজা শোনাল গুজরাটের বিশেষ আদালত। বাকি ১১ জনের আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ১৩ বছরেরও বেশি সময় পরে শুক্রবার এই মামলায় রায়দান করল বিশেষ আদালত। কয়েকদিন আগেই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। একসঙ্গে এতজনকে ফাঁসির সাজা এদেশে এই প্রথম।
২০০৮-এর ২৬ জুলাইয়ে একের পর এক বিস্ফোরণ ঘটে আহমেদাবাদে। এই বিস্ফোরণে মৃত্যু হয় কমপক্ষে ৫৬ জনের। বিস্ফোরণে জখম হন দু’শোর বেশি মানুষের। এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি। তদন্তে জানা যায়, শুধু আহমেদাবাদ নয়, সুরাটেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ছক বানচাল হয়ে যায়। ধরা পড়ার পর সবরমতী জেলে মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর চেষ্টা করে কয়েকজন অভিযুক্ত। যদিও সেই পরিকল্পনা ভেস্তে যায়।