তুফানগঞ্জ: রাজ্য সরকার স্কুলগুলোকে টানা ৪৫ দিন গরমের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি বাতিলের দাবিতে শনিবার ধলপল বাজার এলাকায় তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করল এআইডিএসও। ঘণ্টাখানেক চলে অবরোধ। অবরোধের জেরে রাজ্য সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে তাঁরা নিজেরাই অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংগঠনের তরফে জানানো হয়েছে, যেদিন থেকে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার তার ১৫ দিন আগে থেকেই উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। এই অবস্থায় ৪৫ দিনের ছুটি বাতিল করে অবিলম্বে স্কুল খুলে পঠনপাঠন চালু করতে হবে। পাশাপাশি শিক্ষায় পিপিপি মডেল বাতিল, এসএসসিতে দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে এদিন রাজ্য সড়ক অবরোধ করা হয়। সংগঠনের তুফানগঞ্জ মহকুমা কমিটির সম্পাদক শিবু রায় বলেন, ‘রাজ্য সরকার অবিলম্বে ৪৫ দিনের ছুটি প্রত্যাহার না করলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।‘ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মঙ্গলদীপ কোঙার, সুতপা বর্মন সহ অন্যান্যরা।