কলকাতা: প্রয়াত হলেন মহমেডান স্পোর্টিংয়ের প্রাক্তন তারকা স্ট্রাইকার এন পাপ্পানা। রবিবার মাইসুরুতে নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি।১৯৬৭ সালে কলকাতা লিগজয়ী দলের অন্যতম সদস্য পাপ্পানা মহমেডান স্পোর্টিংয়ের হয়ে ১১৫টি গোল করেছেন। এছাড়া ১৯৬৯ ও ১৯৭০ সালে পরপর দু’বার বরদলোই ট্রফি, ১৯৬৮ ও ১৯৭০ সালে স্ট্যাফোর্ড কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।১৯৬৮ সালে মারডেকা কাপে হংকংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় পাপ্পানার।তিনি ছয় ও সাতের দশকের নামি ফুটবলার ছিলেন। খেলা ছাড়ার পর রেফারিং করেছেন পাপ্পানা। তাঁর মৃত্যুতে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।
উদ্ধার যুবকের দেহ
রেললাইনের ধার থেকে উদ্ধার এক যুবকের দেহ। মৃতের নাম শিবু ওরাওঁ।
Read more