ডিজিটাল ডেস্ক : কুড়ি দিনের যুদ্ধ শেষে গতকাল চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা(Aindrila Sharma) । শনিবার রাত থেকে পরপর দশটি হার্ট অ্যাটাকের ধাক্কা নিতে পারলেন না শেষ পর্যন্ত তিনি। সবাইকে হারিয়ে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা। পেছনে রেখে গেলেন তাঁর একান্ত বন্ধু সব্যসাচী ভট্টাচার্য সহ তাঁর পরিবারকে। মা বাবার পাশাপাশি ঐন্দ্রিলার পরিবারে তাঁর আরেক কাছের মানুষ ছিলেন তাঁর দিদি ঐশ্বর্য। বোনের চলে যাওয়া খুব সহজে মেনে নিতে পারছেন না তিনি।
আর তাই এখনও বোনকেই আঁকড়ে ধরতে চাইছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যা। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি ঐন্দ্রিলার সঙ্গে একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন এবং তাঁর সাথে লিখেছেন, এভাবেই হাতে হাত ধরে দুজনে বেঁচে ছিলেন, আছেন এবং থাকবেন। ঐন্দ্রিলাকে সবার কাছ থেকে কেড়ে নিয়েছে মারণ রোগ ক্যান্সার। দুবার ক্যান্সারকে হারিয়ে দিলেও শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক ঐন্দ্রিলাকে আর উঠতে দিলনা।
অস্ত্র প্রচার করেও ঐন্দ্রিলাকে সুস্থ করা গেল না। ঐন্দ্রিলা এবং তাঁর দিদির সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে কার্যত চোখে জল ঐন্দ্রিলার অনুরাগীদের। ঐন্দ্রিলার আত্মার চিরশান্তি কামনা করছেন সবাই।