ডিজিটাল ডেস্ক : সর্ষের মধ্যেই ভূত! যাদের হাতে দায়িত্ব দেশ বাঁচানোর, তাঁরাই যদি শত্রু দেশের হাতে অর্থের বিনিময়ে খবর তুলে দেয় তাহলে সেই অপরাধ ক্ষমার অযোগ্য। ভারতীয় বায়ুসেনা কিছুদিন ধরেই সন্দেহ করছিল তথ্য পাচারের। এরপর বায়ুসেনার তরফ থেকে দিল্লি পুলিশের সাথে যোগাযোগ করা হয়। অভিযোগ পেয়ে দিল্লি পুলিশ নজরদারি চালায়। এবং জানা যায়, বায়ুসেনার এক সার্জেন্ট দেবেন্দর শর্মা পাকিস্তানের এক মহিলার পাতা ফাঁদে পা দিয়েছেন এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছেন তাঁর হাতে। এরপর দেবেন্দর শর্মাকে গ্রেপ্তার করে জেরা করে হলে তিনি জানান, মোটা টাকার বিনিময়ে তিনি তথ্য তুলে দিয়েছেন। অন্যদিকে বায়ুসেনার তরফ থেকে দেবেন্দর শর্মাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দেবেন্দর শর্মার বাড়ি তল্লাশি করে উদ্ধার হয়েছে বেশকিছু ইলেকট্রনিক গ্যাজেট এবং কিছু গুরুত্বপূর্ণ নথি। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।
আরও পড়ুন : ক্রিকেটার এম এস ধোনি কি এবার সিনে দুনিয়ায় পা রাখছেন?