কুয়ালালামপুর: মাঝআকাশে বিমানের ভেতর সাপ। তা দেখেই রীতিমতো হুলস্থুল পড়ে যায় যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার একটি উড়ান একে৫৭৪৮ তাওয়াউ সাবাহর উদ্দেশ্যে যাচ্ছিল। সেই বিমানের মধ্যেই সাপ দেখা যায়।
জানা গিয়েছে, বিমানের আসনের উপর দিকে যেখানে ব্যাগ রাখা হয় সেখানেই সাপটিকে দেখা যায়। তা দেখে বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ক্যাপ্টেনকে। এরপর তিনি বিমানটিকে ধোঁয়া দেওয়ার জন্য গন্তব্যের প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুচিংয়ে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর কুচিংয়ে বিমানটিকে অবতরণ করানো হয়। যদিও এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এয়ার এশিয়া কর্তৃপক্ষ।
পরে কুচিংয়ে বিমান থেকে সাপটিকে উদ্ধার করা হয়। তারপর নিয়ম মেনে বিমানটি সম্পূর্ণ স্যানিটাইজ করে যাত্রীদের নিয়ে কুচিংয়ে রওনা দেয়। এয়ার এশিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাপটির দ্বারা কোনও যাত্রীর ক্ষতি হয়নি। তবে সাপটি বিমানের ভেতরে কী করে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।