দার্জিলিং: জিটিএ নির্বাচন বাতিলের দাবিতে অনশনে বসেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। অনশনের তৃতীয় দিনেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। শুক্রবার বিমলকে দেখতে সিংমারিতে যান হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। অজয় জিটিএ নির্বাচনের পক্ষে হওয়ায় সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিমলের অনুগামীরা। অজয়ের কথায়, মানবিকতার খাতিরে তিনি বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। বিমলের সুস্বাস্থ্য কামনা করেন তিনি। তবে হামরো পার্টির সভাপতি যে নিজের অবস্থানে অনড়, তাও তিনি স্পষ্ট করে দেন।
গত বুধবার সিংমারির দলীয় কার্যালয়ের নীচে অনশন শুরু করেন বিমল গুরুং। তাঁর দাবি, এখনই ভোট না করিয়ে আগে জিটিএকে আইন অনুযায়ী সমস্ত অধিকার দেওয়া হোক। তরাই, ডুয়ার্সের ৩৯৬টি মৌজা অন্তর্ভুক্তির দাবি পূরণ করা হোক। এরপরই প্রয়োজন বুঝে নির্বাচন করা যেতে পারে। এই দাবি না মেনে জিটিএ ভোট ঘোষণা করা হলে তিনি আমরন অনশনে বসার হুমকি আগেই দিয়েছিলেন। কিন্তু রাজ্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ায় অনশনে বসেন বিমল।
আরও পড়ুনঃ স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ কাজের সূচনা হল গঙ্গারামপুরে