ডিজিটাল ডেস্কঃ খড়্গপুরের বিজেপির বিধায়ক
হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chattopadhyay) এবং পশ্চিম মেদিনীপুর তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে। এই ছবি ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে হিরণের তৃণমূলে আসার ব্যাপারে। তবে বিজেপির তারকা নেতা হিরণ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর ছবি বিকৃত করা হচ্ছে। তিনি কোনোভাবেই তৃণমূলে যাচ্ছেন না। রবিবার খড়্গপুরে বিজেপি বিধায়ক পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যোগ দিয়েছিলেন একটি অরাজনৈতিক কর্মসূচিতে।
আর সেখান থেকেই তিনি বলেন, ‘‘এখন ওরা (তৃণমূল) আমার ফটো নিয়ে রাজনীতি করছে। এর পর ভিডিয়ো নিয়ে আসবে। আরও অনেক কিছু আনবে।’’ আর তারই জবাব দিলেন এবার তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে এই তৃণমূল নেতা জানিয়েছেন, ‘‘হিরণ এখন ভদ্রতার সীমা লঙ্ঘন করছেন! হিরণ যা যা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, সেই কথোপকথন প্রকাশ্যে নিয়ে আসব।’’ খুব স্বাভাবিকভাবেই এই ছবি বিতর্ককে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। পাশাপাশি এই বিতর্কের জল আরও বহুদূর গড়াবে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।