দার্জিলিং: হ্যাপি ভ্যালি চা বাগানে ২০ শতাংশ বোনাসের দাবিতে নিজের রক্ত ঝরালেন হামরো পার্টির প্রেসিডেন্ট অজয় এডওয়ার্ডস। দার্জিলিং শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ওই চা বাগান। শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজোর বোনাস (Bonus) দিতে অস্বীকার করেছে বাগান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হ্যাপি ভ্যালি চা বাগানে যান অজয়। সেখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। ওই হারে বোনাস দিতে অনিচ্ছুক বাগান মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন শরীর থেকে রক্ত টেনে চা গাছের ঝোপে ঢালতেও দেখা যায় অজয়কে। হামরো পার্টির সুপ্রিমো বলেছেন, ‘২০ শতাংশ হারে বোনাস দিতে অস্বীকার করা মালিক এবং চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন আমি শহরের কাছাকাছি একটি বাগানে গিয়েছিলাম। শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ জানিয়েছি।’ এর আগে তিনি বলেছিলেন, ‘দার্জিলিং চা হল রক্তের চা, যা শ্রমিকদের রক্ত-ঘাম দিয়ে তৈরি হয়। কিন্তু কঠোর পরিশ্রমের সুফল তাঁরা পান না।’ অজয় দার্জিলিংয়ের ১১০ বছরের পুরোনো রেস্তোরাঁ গ্লেনারিজের মালিকও। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, চা শ্রমিকদের বোনাসের সম্পূর্ণ অর্থ প্রদান না করা পর্যন্ত তাঁর রেস্তোরাঁয় দার্জিলিং চা তৈরি বা পরিবেশন করা হবে না।
আরও পড়ুন : নাবালিকার বিয়ের কুফল সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করলেন জেলাশাসক