বর্ধমান ১১ মার্চঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে ইতিপূর্বেই নকল ঘি তৈরির কারবারি রহস্যের পর্দা ফাঁস হয়েছে। এবার পর্দা ফাঁস হল দেশ খ্যাত কোম্পানির লেবেল লাগিয়ে নকল মধু, গোলাপজল ও হাজমোলার কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মেমারি থানার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ মেমারির সৎসঙ্গ পাড়ার একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়িতে তল্লাশী চালাতেই উদ্ধার হয় একটি নামকরা কোম্পানির বহু নকল সামগ্রী। এসডিপিও আমিনুল ইসলাম খান জানিয়েছেন , ওই কোম্পানির নকল লেবেল লাগানো ৫৫ বোতল মধু, ৩৬৫ বোতল গোলাপ জল ও ৫২৩ বোতল পুদিনহারা উদ্ধার হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে ওই নামি কোম্পানির বেশ কিছু লেবেল ও বোতল। এসডিপিও জানিয়েছেন, বাজেযাপ্ত হওয়া ওইসব নকল সামগ্রীর প্যাকেজিংয়ের কাজ হত এই বাড়িতে। মূলত বাইরে থেকে মধু এনে এই বাড়িতে প্যাকেজিং করা হত। নামি কোম্পানির দ্রব্য সামগ্রীর নকল কারবারে জড়িত থাকার দায়ে বাড়ি মালিক স্বপন বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে।
দুয়ারে র্যাশনে চালের পরিবর্তে টাকা! কাঠগড়ায় ডিলার
রাজগঞ্জ: দুয়ারে র্যাশনে চালের পরিবর্তে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে রাজগঞ্জের এক র্যাশন ডিলারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিগছের ওই...
Read more