ডিজিটাল ডেস্ক: বরাবরই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন অখিল গিরি। বর্তমানে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের আর কোনও সম্পর্কই নেই। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলের সাংসদ পদ ধরে রেখেছেন শিশির অধিকারী। সেই প্রসঙ্গ তুলে এবার রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি দলীয় একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বর্ষীয়ান নেতাকে করলেন নজিরবিহীন আক্রমণ। ভাষার আক্রমণ শালীনতার সীমা পেরিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর তাই নিয়ে রাজ্য রাজনীতিতে পড়ে গিয়েছে ব্যাপক শোরগোল। শিশির অধিকারী বিভিন্ন সময়ে তৃণমূলের বিরুদ্ধে কথা বললেও তাঁকে কিন্তু সেভাবে তৃণমূলের কেউ আক্রমণ করেনি কোনোদিনই। অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত অধিকারী পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগামীতে এই নিয়ে যে বিতর্ক বাড়তে চলেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : মুর্শিদাবাদে স্ট্রবেরি চাষ করে তাক লাগালেন সাবিরুল