ডিজিটাল ডেস্ক : বলিউডের দুই অন্যতম বিখ্যাত অভিনেতা হলেন অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার। বিজেপির (BJP) আমলে লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে তাঁরা যেহেতু সরব হননি, তাই এবার তাঁদের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল কংগ্রেস। কার্যত শুক্রবার প্রতিবাদ জানিয়ে মধ্যপ্রদেশ কংগ্রেস অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারের কুশপুতুল পোড়াল। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন কংগ্রেস বিধায়ক পি সি শর্মা। তাঁর দাবি, ২০১২ তে এই দুই অভিনেতা লাগাতার টুইট করতেন কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু এখন বিজেপি জমানায় নীরব ভূমিকা পালন করছেন এই দুই অভিনেতা। বিজেপির তরফ থেকে পালটা জবাবে বলা হয়েছে, এভাবে প্রতিবাদ করে কার্যত কংগ্রেস নিজেদের হতাশা স্পষ্ট করছে। অবশ্য এই ঘটনায় এখনও পর্যন্ত অক্ষয় কুমার কিংবা অমিতাভ বচ্চন, কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন : রাজনীতিতে ছকভাঙা নারীর অদম্য লড়াইয়ের গল্প ‘মহানন্দা’