উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরিচালক রাজ মেহতার হাত ধরে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধছেন অক্ষয় কুমার (Akshay kumar) ও ইমরান হাসমি। রবিবার মুক্তি পেল তাঁদের ছবি সেলফি’র ট্রেলার। অক্ষয় কুমার নিজেই সোশ্যাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করেন। ছবিতে ইমরানকে দেখা যাবে পুলিশ আধিকারিকের ভূমিকায়। আর অক্ষয় হলেন সুপারস্টার। তাঁর সঙ্গেই একটি সেলফি তুলতে চান ইমরান ও তাঁর ছেলে। সেই নিয়েই এগোবে গল্প।
প্রসঙ্গত, ‘সেলফি’ ছবিটি আদতে মালয়লম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। সেই ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল পৃথ্বীরাজ ও সূর্য ভেঞ্জারামুড়ুকে। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুনঃ Arijit Singh | গানের পারিশ্রমিক মাত্র ১১ টাকার, ফের ভক্তদের চমকে দিলেন অরিজিৎ