ডিজিটাল ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হলো আল-কায়দা এবং ইন্ডিয়ান মুজাহিদিন। কিন্তু এ রাজ্যে খাস হাওড়ায় ফোনের ওয়াইফাই অন করলে এই দুই জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক দেখা যাচ্ছে। আর তাই নিয়ে বেড়েছে তীব্র চাঞ্চল্য। জানা যাচ্ছে, ওয়াইফাই নেটওয়ার্ক দুটিতেই পাসওয়ার্ড দেওয়া রয়েছে। বিষয়টি ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের নজরে আনা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। কিন্তু তাতে বিশেষ কিছু হেরফের হয়নি। পাশাপাশি জঙ্গী সংগঠনের নামে নেটওয়ার্কের নাম রাখল কারা, তা নিয়ে রীতিমতো উৎকণ্ঠা তৈরি হয়েছে এলাকায়। গত মাসেই হাওড়ায় বাংলাদেশের জঙ্গি সংগঠন আল-কায়দার এক সদস্য ধরা পড়েছে। এই অবস্থায় জঙ্গি সংগঠনের নামে ওয়াইফাই নেটওয়ার্ক যথেষ্ট আতঙ্ক ছড়াচ্ছে।
আরও পড়ুন : দিল্লি হিংসা কাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্টে বাংলা যোগের জল্পনা