কিশনগঞ্জ: পাচারের আগেই বাজেয়াপ্তবিপুল পরিমাণ বিদেশী মদ। কিশনগঞ্জ আবগারি দপ্তরের একটি বিশেষ দলের সদস্যরা জেলার শিমলবাড়ি গ্রামের কাছে একটি ছোট গাড়ি থেকে ৯৯ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করে। ২৬৪টি ছোট বোতলে এই বিপুল পরিমাণ মদ ছিল বলে সূত্রের খবর। পাশাপাশি পাচারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবগারি দপ্তরের জেলা সুপার সাত্তার আনসারী জানান, এই মদ পাচারে ব্যবহৃত গাড়িটি সহ পাচারকারী আদিত্য কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মদ ডালখোলার থেকে বিহারের সুপৌলে পাচার করা হচ্ছিল। আবগারি দপ্তরের নাকা চেকিংয়ে কিশনগঞ্জ বাহাদুরগঞ্জ রাজ্য সড়কে ধরা পড়ে যায়। এদিন ধৃতকে আদালতের নির্দেশে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।