ভুপাল: বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যে মদ নিষিদ্ধ করা হোক। টুইটের মাধ্যমে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এমনটাই আবেদন জানালেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। এই আবেদন ঘিরেই জল্পনা তুঙ্গে প্রত্যেকটি মহলে।
5. मैं तो अपने राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी से इस ट्वीट के माध्यम से सार्वजनिक अपील करती हूं कि जहां भी भाजपा की सरकारें हैं उन राज्यों में पूर्ण शराबबंदी की तैयारी करिए। @BJP4India
— Uma Bharti (@umasribharti) January 21, 2021
মদ বন্ধের আবেদন জানিয়ে বৃহস্পতিবার ৮টি টুইট করেন প্রবীন নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মদের দোকান বাড়ানোর কথা বলেছিলেন। সেখানে উমা ভারতীর এই আবদেন বিতর্ক সৃষ্টি করেছে। বিষ মদে মৃত্যু সহ সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ তুলে এনে বিবৃতি দেন প্রবীন নেত্রী। নানা কারণ তুলে ধরে মদ বন্ধের আবেদন জানান জেপি নাড্ডাকে।