খড়িবাড়ি: বেগুনের বস্তায় লুকিয়ে পিকআপ ভ্যানে বিদেশি মদ পাচার। তবে পাচারের আগেই পুলিশের জালে দুই পাচারকারী। গাড়ি সহ তাদের গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ১৮৭২ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম বিকাশ রায় ও বাপন রাজভর। উভয়ই ডালখোলার বাসিন্দা।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে খড়িবাড়ির কদমতলা মোড় সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি বেগুন বোঝাই পিকআপ ভ্যান আটক করে পুলিশ। গাড়িটি ঘোষপুকুর থেকে খড়িবাড়ি-ভালুকগাড়া রাজ্য সড়ক দিয়ে বিহারের দিকে যাচ্ছিল। বেগুনের বস্তার নীচ থেকে ৭৮টি কার্টুন বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযান চালিয়ে ১৮৭২ বোতল সহ দুজনকে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। বাজেয়াপ্ত হওয়া মদের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন খড়িবাড়ি থানার ওসি সুমনকল্যাণ সরকার।