ডিজিটাল ডেস্কঃ যত সময় যাচ্ছে, ততই কর্ণাটকের হিজাব বিতর্ক ইস্যুতে বাড়ছে চাপানউতোর। বিতর্ক ছড়িয়ে পড়ছে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজ্যে। এবার কলকাতাতেও হিজাব বিতর্ক নিয়ে প্রতিবাদ দেখা গেল। মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ আলিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে হিজাব পরাকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিলে নামলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার রয়েছে এবং কি পোশাক পড়া হবে, কি পোশাক পড়া হবেনা সেটা সম্পূর্ণ ব্যক্তি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে বাধা দেওয়া মানে মৌলিক অধিকার খর্ব করা। কার্যত আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিজেপি এবং আরএসএস সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত। উল্লেখ্য, সংবিধান নিয়ে এই একই কথা বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শুধু প্রিয়াঙ্কা গান্ধী নন, কর্ণাটকের হিজাব ইস্যুতে একের পর এক গণ্যমান্যদের মতামত সামনে আসছে। এই বিতর্কে ইতিমধ্যেই রাজনীতির ছোঁয়া লেগেছে। সব মিলিয়ে হিজাব ইস্যু নিয়ে আগামী দিনে যে বড় বিতর্ক তৈরি হতে চলেছে সে ব্যাপারে একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ এবার হিজাব বিতর্কে সরব মালালা