আলিপুরদুয়ার: বাজারে আসেননি পাইকাররা। ফলে আলিপুরদুয়ার ১ (Alipurduar) ব্লকের কৃষক বাজারে খেত থেকে নিয়ে আসা সবজি বিক্রি করতে না পেরে মাথায় হাত কৃষকদের। বাধ্য হয়েই পরে আন্দোলনে নামেন তাঁরা। আন্দোলনরত চাষিদের পাশে দাঁড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনও। শেষ পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরাই চাষিদের নিয়ে আসা যাবতীয় ফল, শাক-সবজি কিনে নেন। আলিপুরদুয়ার ১-এর বিডিও নিজেই দাঁড়িয়ে থেকে সব কাঁচা আনাজ ও শাক-সবজি কেনেন। যদিও এদিন চাষিদের কোনও দাম মিটিয়ে দেওয়া হয়নি। পরে তাঁদের দাম মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন : নিকাশি ব্যবস্থা বেহাল, জলমগ্ন বীরপাড়ার একাধিক এলাকা