আলিপুরদুয়ার: ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২ শুরু হল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। চলবে আগামীকাল অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত। প্রথম দিনেই আলিপুরদুয়ারের (Alipurduar) ঝুলিতে এসেছে অনেকগুলো পদক। কোচ সুমন্ত দাস জানান, প্রথম দিনে আলিপুরদুয়ার জেলা থেকে ক্যাডেট বয়েজ বিভাগে জ্যোতির্ময় মোদক কাটাতে সোনা, জুনিয়ার বিভাগে পিনাক দাস কাটাতে সোনা পেয়েছেন। ক্যাডেট গার্লস বিভাগে সুকন্যা দত্ত কাটাতে রুপো, শুভশ্রী নিয়োগী কাটা তে সোনা এবং কুমিতে সোনা পেয়েছে। জুনিয়ার বিভাগে শর্বরী দেব কাটাতে ব্রোঞ্জ ও সুকৃতি বিশ্বাস কাটা এ সোনা এবং কুমিতে ব্রোঞ্জ পেয়েছে। সিনিয়ার বিভাগে কেয়া রায় কুমিতে ব্রোঞ্জ পেয়েছে।
সুমন্তবাবু আরও জানান, প্রথম দিনেই অনেকগুলো পদক এসেছে। আমরা খুব খুশি। আশা করছি আগামীকাল আরও পদক আসবে।
আরও পড়ুন: Alipurduar | ভুয়ো ওয়েবসাইটে নাম, গাড়িতে টেটের ইন্টারভিউ