রায়গঞ্জ: অবাধে কুলিক থেকে বালি তোলা হচ্ছে। একজনের জমি রেকর্ড হয়ে যাচ্ছে অন্যজনের নামে। ১০ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে এইসব কাজ চলছে। রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল সারা ভারত কৃষক সভা। বৃহস্পতিবার এই নিয়ে তাঁরা ডেপুটেশন দেন। যদিও টাকার বিনিময়ে জমির মালিকানা পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। তাঁর দাবি, এমন অভিযোগের উপযুক্ত প্রমাণ সহ কোনও কাগজপত্র সংগঠন দেখাতে পারেননি। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকসভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার জানান, রায়গঞ্জ ব্লকের ১৪টি অঞ্চলের প্রান্তিক কৃষকদের নানাভাবে হয়রানি করছে দালালদের একটি অংশ। ইচ্ছে করে সমস্যা তৈরি করা হচ্ছে, পরে টাকা দিলেই সেই সমস্যা মিটে যাচ্ছে। রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক শুভঙ্কর সাহা জানান, জমির পাট্টা সংক্রান্ত বিষয়ে কিছু দাবি তাঁরা জানিয়েছেন। তবে জমির মালিকানা পরিবর্তন, আদিবাসীদের জমি হস্তান্তরের বিষয়ে উপযুক্ত প্রমাণপত্র তাঁরা দেখাতে পারেননি। এদিন সারা ভারত কৃষক সভার কর্মসূচি ঘিরে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল।