নয়াদিল্লি: ইউক্রেনের সুমিতে আটকে পড়া সমস্ত ভারতীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। এমনটাই জানালেন বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি জানিয়েছেন, সুমি থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা পোল্টাভা যাওয়ার পথে রয়েছেন। যেখান থেকে তাঁরা পশ্চিম ইউক্রেনের ট্রেনে উঠবেন। তাঁদের বাড়িতে আনার জন্য ‘অপারেশন গঙ্গা’র অধীনে ফ্লাইটগুলি প্রস্তুত করা হচ্ছে।’
কেন্দ্রের তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ১৭ হাজারেরও বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এদিকে, রাশিয়ার একের পর এক হামলায় ধ্বংসস্তূপের রূপ নিয়েছে ইউক্রেন। বোমাবর্ষণে গুঁড়িয়ে গিয়েছে একাধিক স্কুল, কলেজ, হাসপাতাল। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, রুশ হামলায় ইউক্রেনে এখনও পর্যন্ত ২০২টি স্কুল ভেঙে পড়েছে। গুঁড়িয়ে গিয়েছে ৩৪টি হাসপাতাল এবং ১৫০০ বহুতল। পাশাপাশি ৯০০টি বাড়ি এমনভাবে ভেঙে পড়েছে, যেখানে জল, বিদ্যুৎ কিছুই পৌঁছোচ্ছে না।
আরও পড়ুনঃ রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে বুধে ফের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী