লখনউ: বিয়ের শংসা পত্র না থাকলেও দত্তক নেওয়া যাবে সন্তান। হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইন অনুযায়ী একক অভিভাবকও সন্তান দত্তক নিতে পারেন। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। গত ৯ ফেব্রুয়ারি দত্তক নেওয়ার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেন রূপান্তরকামী রিনা কিন্নর ও তাঁর সঙ্গী। জানা গিয়েছে, দত্তক নিতে চেয়ে একাধিক বাধার মুখে পড়েন তাঁরা। এরপরেই আদালতের দ্বারস্থ হন তাঁরা। এদিন সেই পিটিশনের শুনানিতেই বিচারপতি ডঃ কৌশল জয়েন্দ্র ঠাকের এবং বিচারপতি বিবেক ভার্মা জানান, দত্তক নেওয়ার জন্য বিয়ের শংসাপত্র কখনই একটি অপরিহার্য শর্ত নয়।
আরও পড়ুনঃ বিস্ফোরক অভিযোগ শকুন বাত্রার