জোহানেসবার্গ : কঠিন ও আকর্ষক সিরিজ শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগে প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ভারতীয় বোলিং আক্রমণকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বীনদের বিরুদ্ধে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কেমন করবেন, তার মধ্যেই সিরিজের ভাগ্য লুকিয়ে বলে জানিয়েছেন ডোনাল্ড।
প্রাক্তন প্রোটিয়া পেসারের কথায়, আমাদের দেশের ক্রিকেট পালাবদলের মধ্যে দিয়ে চলেছে। অনেক অভিজ্ঞ ও তারকাই নেই দলে। যাঁরা রয়েছেন, তাঁরা অনভিজ্ঞ। বুমরাহ-অশ্বীন-সামি-সিরাজদের বিরুদ্ধে আমাদের অনভিজ্ঞ ব্যাটারদের পারফরমেন্সের উপরই নির্ভর করবে সিরিজের ভাগ্য। ৭২ টেস্টে ৩৩০ উইকেটের মালিক ডোনাল্ড চাপে থাকা ভারত অধিনায়ককেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বিদেশে সিরিজ জয়ের ব্যাপারে কোহলি বরাবরই সরব, সেই প্রসঙ্গ টেনে ডোনাল্ড বলেন, দুর্দান্ত একটা সিরিজের অপেক্ষায় আমি। কোহলি কয়েক বছর আগে আগে একবার বলেছিল, বিদেশে সিরিজ জয়ই আসল চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সফরে গিয়ে সেকথা ও প্রমাণ করেছে। এবার দক্ষিণ আফ্রিকায় ওর প্রমাণের পালা।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা দলের হয়ে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে কামব্যাকম্যান পেসার ডুয়ান অলিভিয়ের কোহলির বিরুদ্ধে বল করার স্বপ্নপূরণের কথা জানিয়েছেন। বিরাটের মতো ব্যাটারের বিরুদ্ধে বল করাটা সহজ নয়, স্বীকার করে নিয়ে অলিভিয়ের বলেন, কেরিয়ারের সবচেয়ে বড় সিরিজের সামনে আমি। কোহলিকে বল করার জন্য মুখিয়ে রয়েছি। শুধু কোহলি কেন, টিম ইন্ডিয়ার টপঅর্ডারের বিরুদ্ধে বোলিংয়ের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি উত্তেজিত। টেস্টে ৮ হাজার রান ক্লাবের সদস্যপদ পাওয়ার জন্য কোহলির প্রয়োজন আর ১৯৯ রান। হয়তো তিন টেস্টের সিরিজেই সেই নজির গড়ে ফেলবেন ভারত অধিনায়ক।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial