সামশেরগঞ্জ: জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জ থানার বলবলপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম হারাধন সাহা(৭৫)। ইতিমধ্যে সামশেরগঞ্জ থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী মাধুরী সাহা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে সদানন্দ সাহা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ হারাধন সাহা তাঁর স্ত্রীর নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। অভিযোগ, সেসময় বাধা দেন তাঁর মেজো ছেলে সদানন্দ সাহা। শুরু হয় তর্কাতর্কি। তারপরই বাবাকে ব্যাপক কিল ঘুষি মারতে শুরু করে সে। তখনই গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বহরমপুরে রেফার করেন। যদিও অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়। রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।