চাঁচল: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ANGANWARI CENTRE) খাবারে কারচুপির অভিযোগ উঠল। শুক্রবার ঘটনাটি ঘটে চাঁচল-১ (Chanchal) ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এমনকি অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে প্রসূতিদের ধাক্কা মেরে পালিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে ওই কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে। এদিন অঙ্গনওয়াড়ি কর্মীর খোঁজ পেতে তাঁর বাড়িতে চড়াও হন শতাধিক মহিলা। প্রায় ঘন্টাখানেক সেখানে বিক্ষোভ চলে।
অভিভাবকদের অভিযোগ, নুরগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মারিজুন বিবি শিশুদের সঠিকভাবে খাবার পরিবেশন করেন না। শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য প্রতিদিন পুষ্টিকর খাদ্য হিসেবে একটি করে ডিম বরাদ্দ রয়েছে। এছাড়াও সপ্তাহে তিনদিন সবজি, সয়াবিন সহ খিচুড়ি ও অন্য তিনদিন আলুর তরকারি ও ভাত দেওয়ার নিয়ম রয়েছে। অভিযোগ, ওই কেন্দ্রের কর্মী সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে খাবারে কারচুপি করে চলেছে। গতকাল ওই সেন্টারে অনুপস্থিত ছিলেন ওই কর্মী। ফলে খাবারও দেওয়া হয়নি। এই কারচুপি দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ। কারণ জানতে চাইলে ওই কর্মী অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি পুলিশের ভয় দেখান বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়ম চলতে থাকায় ক্ষোভ ছিল। এদিন তার বহিঃপ্রকাশ ঘটে। যদিও এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী মারিজুন বিবি অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়।
আরও পড়ুন : বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী