রাজগঞ্জ: ট্রান্সপোর্টের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে আটক এক ব্যক্তি। সোমবার রাজগঞ্জের ফুলবাড়ি এলাকার ট্রান্সপোর্ট মালিকরা ওই ‘প্রতারক’কে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। এদিন ওই ব্যক্তি শিলিগুড়ির তিনবাত্তি এলাকার একজনের হয়ে ফুলবাড়িতে ট্রাকচালকের কাছে টাকা নিতে আসে বলে অভিযোগ।
ফুলবাড়ি এলাকার ট্রান্সপোর্টারদের অভিযোগ, বহিরাগত ট্রাকচালকদের পণ্য পরিবহণের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ট্রান্সপোর্টের কমিশন সহ বাড়তি টাকা আদায় করে প্রতারণা করা হচ্ছে। এতে ওই ট্রাক মালিক ও চালকদের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি ফুলবাড়ি এলাকার ট্রান্সপোর্টারদের বদনাম হচ্ছে। ফুলবাড়ি এলাকার এক ট্রান্সপোর্টের মালিক সুকুমার সরকার বলেন, ফুলবাড়ি এলাকায় প্রায় ২৫টি ট্রান্সপোর্টার রয়েছে। তিনবাত্তি এলাকার সঞ্জয় কর নামে এক ব্যক্তি অনেক বছর ধরে বহিরাগত ট্রাকচালকদের সঙ্গে প্রতারণা করছে। পণ্য পরিবহণের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ট্রান্সপোর্টের কমিশন সহ বাড়তি টাকা আদায় করে। এর আগে ওই ব্যক্তির নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমনকি, ট্রাকচালকদের তরফেও পুলিশের কাছে একই অভিযোগ করা হয়েছিল। তারপরও ওই ব্যক্তি শুধরায়নি। একেক সময় বিভিন্ন ট্রান্সপোর্টের নাম করে চালকদের কাছ থেকে টাকা তুলছে। তার দেওয়া স্থানে গিয়ে বা ফোন করে পণ্যের হদিস পাচ্ছে না। আরেক ট্রান্সপোর্টার সুদীপ সরকার কথায়, ওই ব্যক্তি আগে নিজে এলেও অনেকদিন ধরে লোক পাঠিয়ে চালকদের কাছ থেকে টাকা তুলছে। ওই প্রতারণা ধরতে এলাকার ট্রান্সপোর্টাররা ওঁত পেতে ছিলেন। এদিন ফুলবাড়িতে এক ট্রাকচালকের কাছ থেকে ২২০০ টাকা নিতে এলে ধরে ফেলেন তাঁরা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দিয়ে এনে পুলিশের হাতে তুলে দেন।
যদিও অভিযুক্ত ওই ব্যক্তির দাবি, অল্প দিন হল সঞ্জয় করের হয়ে ট্রাকচালকদের কাছ থেকে টাকা নিতে আসছেন। আগে অন্য লোক আসত। বিষয়টা আগে জানলে তিনি টাকা নিতে আসতেন না। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
আরও পড়ুনঃ একাধিক দাবিতে আবেদন বিডিওকে